Monday 25 December 2017

জয় ঘোষ


'পিছন ফিরে দেখা'

চোখের কোণে চিকচিক করে জল ,
পিছন ফিরে হঠাৎ করে দেখা,
সবুজ ঘাসের স্বপ্নের সেই দেশ,
স্কাউটস ডেনের ঘাসেতে ছবি আঁকা। 

ফুটবল পায়ে আমগাছেতে মারা,
দৌড় দিয়ে হঠাৎ পালিয়ে যাওয়া,
কালবোশেখের ঝড়ের বিকেলেতে,
গেঞ্জি ভর্তি আমি কুড়িয়ে পাওয়া। 

বর্ষাকালের প্যাচপ্যাচে সেই কাদা,
তার মধ্যে ফুটবলে লাথি মারা,
কাদাজল মেখে সন্ধ্যায় বাড়ি ফেরা,
পড়ার টেবিলে মাথা গুঁজে বই পড়া।

পনেরো তেইশ ছাব্বিশ সব তারিখ
মনের মধ্যে এখনো যে আছে গাঁথা,
প্যারেড সেরে ডিম্ পাউরুটি গজা,
মাংস ভাত চাটনির সে কি মজা। 

জাকিরদা'কে দেখে কি যে আমি ভয় পেতাম,
দেখলে পরেই দৌড়ে পালিয়ে যেতাম,
লন-টেনিসের কোর্টটা যে আজ ফাঁকা,
লাল সুঁড়কির রং যে মনেতে গাঁথা।

কত কত কথা আছে যে ভিড় করে,
স্মৃতির কোণায় খোঁচা দিয়ে দেখলাম,
সহজ সরল ছিল যে এক দুনিয়া,
ছোট ছোট সুখ সহজেই খুঁজে পেতাম।

আজকের ছেলে জানে যে অনেক কিছু,
গুগল-ইমেল সবকিছু তার পাঠ,
ফেসবুকেতে ফ্রেন্ড-লিস্ট তার অনেক,
তবু মনে হয় কোথায় রয়েছে ফাঁক।

সময় নেই আর ছুটছি যে ভাই সবাই,
কোথায় যাব যে কেউ জানিনে যে আমরা,
পিছন ফিরে হঠাৎ দাঁড়িয়ে দেখি,
সোনালী রোডের উজ্জ্বল সন্ধ্যা। 

No comments:

Post a Comment

Subhasish Banerji

DUNLOP SAHAGANJ A Nostalgic journey down memory lane I joined Dunlop India’s Sahaganj factory in Sept. 1971, and was living at Lat...